117 views
in ওয়েব ডেভেলপ by
কোনো Platform ছাড়া কীভাবে ওয়েবসাইট তৈরি করব।এর জন্য ল্যাপটপ না কম্পিউটার, কোনটা দরকার।আমার একটি ল্যাপটপ আছে তা দিয়েই কি হবে।

1 Answer

0 like 0 dislike
by
ওয়েবসাইট বানাতে ল্যাপটপ বা কম্পিউটার এর প্রয়োজন হয় না।তবে থাকলে ভালো হয়।

আমি সংক্ষিপ্ত আকারে একটু ধারণা দিচ্ছি।

ওয়েবসাইট বানাতে হলে প্রথমে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে।তারপর  DNS কানেকশন, স্ক্রিপ্ট ডাউনলোড এবং পরে  আপনার কন্ট্রোল প্যানেল এ স্ক্রিপ্ট আপলোড করতে হবে।তারপর এক্সট্রাক্ট করতে হবে।

এরপর ডাটাবেইজ তৈরি, ইউজার তৈরি, ডাটাবেইজ এবং ইউজার কানেক্ট করতে হবে।

এরপর এই তথ্যগুলো স্ক্রিপ্টের কন্ফিগ ফাইলে রাখতে হবে।এরপর আপনার সাইট চালু হয়ে যাবে।আর পরের কাজগুলো আপনাকেই করতে হবে।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,448 users

Categories

...