757 views
in জীববিজ্ঞান by

1 Answer

0 like 0 dislike
by

অভ্যন্তরীণ অঙ্গ এবং রক্তনালির গায়ের ঐচ্ছিক পেশি , হৃৎপিণ্ডের হৃৎপেশি এবং অস্থিগাত্রের ঐচ্ছিক পেশিকে বলে পেশিতন্ত্র। পেশি তন্ত্রের বিভিন্ন কাজ সম্পদন করাই পেশির কাজ। 


পেশির কাজ হচ্ছে - 
  1. পেশির চারটি প্রধান কাজের মধ্যে রয়েছে - চলন , অস্থিবন্ধনি স্থায়ী , মাথাকে সুরক্ষা এবং  অঙ্গবিন্যাস রক্ষা করা। 
  2. রক্তসংবহন , খাদ্য পরিপাক করা।
  3. দেহের কঙ্কালের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করা। 
  4. পেশিতে গ্লাইকোজেন সংগ্রহ করে রাখা যা পর্বর্তীতে প্রয়োজনে যাতে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয় ।
  5. হৃৎপিণ্ডের হৃৎপেশি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত পেশি হবার কারণে এই পেশি হৃৎস্পন্দন প্রসারণ এবং সংকচনের মতো বিভিন্ন কাজ করতে পারে । 
  6. মুত্রত্যাগ করা , পরিপাক নালির মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলা পেশির কারণেই স্বয়ক্রিয়ভাবে হয়। 
  7. মানবচক্ষু উপরে, নিচে , ডানে এবং বামে বহির্মুখী পেশির জন্যই নাড়াচাড়া করতে পারে। image

20,792 questions

22,887 answers

675 comments

1,451 users

Categories

...