30 views
in নামের অর্থ by
ফাতিহা আয়াত রাইকা, নামের ইসলামিক অর্থ কি?

1 Answer

0 like 0 dislike
by
ফাতিহা আয়াত রাইকা - প্রত্যেকটাই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন নাম এবং প্রতিটিরই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অর্থ আছে। যথা - ফাতিহা অর্থ - সূচনা, আরম্ভ, সূত্রপাত, শুরু, ভূমিকা, মুখবন্ধ, উপক্রমণিকা। আয়াত অর্থ - শিক্ষা, চিহ্ন, নিদর্শন, দৃষ্টান্ত, নমুনা, আদর্শ, বিধান, অলৌকিক বস্তু, মুজেজা। রাইকা অর্থ - পরিস্কার, স্বচ্ছ, খাঁটি, শ্রেষ্ঠ, চমৎকার, মুগ্ধকর। "ফাতিহা" "আয়াত" "রাইকা" তিনটি ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নাম একসাথে করে সম্পূর্ণ ভিন্ন একটি নাম তৈরী করা হয়েছে। তিনটি ভিন্ন ভিন্ন নাম একসাথে করে সম্পূর্ণ ভিন্ন একটি নাম তৈরি করা হলেও অর্থ ভিন্ন ভিন্নই ধরতে হবে। একসাথে মিলিয়ে অর্থ বের করা বেশ জটিল। কেননা আরবী ভাষারীতি অনুযায়ী এখানে ইযাফত তথা একটি নামের সাথে আরেকটি নামের সম্বন্ধ তৈরি হয় নি। আলাদা আলাদাই রয়ে গেছে। যেমন নামগুলোর অর্থ হবে - সূচনা, শিক্ষা, মুগ্ধকর। তথাপিও যদি নামগুলো একসাথে করে সবগুলো নামের একটা অর্থ বের করা হয়, তবে সেই অর্থটা হবে এমন - শ্রেষ্ঠ আদর্শের সূচনা বা চমৎকার দৃষ্টান্তের নিদর্শন।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,451 users

Categories

...