11 views
in কৃষি ও বনজ by
খরাজনিত সমস্যাগুলো কী কী?

1 Answer

0 like 0 dislike
by
খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয়। ফলে নানা ধরনের সমস্যা হয়। যেমন : জলবায়ু পরিবর্তনের ফলে খরাপীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে। কুয়া, খাল, বিল শুকিয়ে যায়। খাবার পানির সংকট দেখা দেয়। নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায়। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। মাটির আর্দ্রতা কমে যায়। মাঠের ফসল ফলাতে কষ্ট হয়। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। চাষাবাদ, পশুপালন ব্যাহত হয়। অত্যধিক গরমে শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না বা ঠিকমতো পড়ালেখা করতে পারে না। খরার প্রভাবে বিভিন্ন রোগ-বালাই হয়। যেমন_ ভাইরাস জ্বর, ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জা, আমাশয় ইত্যাদি। হাঁস, মুরগির মড়ক দেখা দেয়। খরার সময় তেমন কাজ থাকে না। তাই অনেকের আয় বন্ধ হয়ে যায়। মূলত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে খরার প্রবণতা বেশি। এই খরার কারণে জনজীবন ব্যাহত হচ্ছে।

20,792 questions

22,887 answers

675 comments

1,448 users

Categories

...