25 views
in স্বাস্থ টিপস by
পড়তে বসলে শুধু ঘুম আসে কেন? বিজ্ঞান এ বিষয়ে কি বলে?

1 Answer

0 like 0 dislike
by
আমরা সাধারণত সন্ধ্যার পরে পড়তে বসি। সন্ধ্যার আগে আমরা খুব স্বাভাবিকভাবে খেলাধুলা কিংবা অন্যান্য কাযকর্ম করে বেশ ক্লান্ত হয়ে পড়ি। এই ক্লান্তির কারণে পড়তে বসলে ঘুম আসাটাই স্বাভাবিক। আবার অনেকেই অনেকেই রাত ১টা-২টা পর্যন্ত ঝিমিয়ে ঝিমিয়ে পড়ি। ঘুমের সময় ঘুম কামাই করে পড়তে থাকার কারণেও ঘুম আসাটা কি স্বাভাবিক নয়? অনেকেই সকাল বেলা পড়তে বসেন, তখনও টেবিলে ঘুমান অনেকেই। সম্ভবত রাতে ৭-৮ ঘণ্টা ঘুমানোর সুযোগ না পেলে আপনি সকালেও ঘুমাবেন। খেয়াল করে দেখবেন, সকালে অনেক শিশু শিক্ষার্থী ঝিমোতে ঝিমোতে স্কুলে যায়। সেই শিশুদের পর্যাপ্ত রেস্ট নেয়ার সুযোগ নেই বলেই এমনটা দিনের পরে দিন চলতে থাকে বলে এক সময় পড়ার টেবিলে বসলেই ঘুমাসক্ত হয়ে পড়ি আমরা। ঘুম কখনই তাড়ানোর বিষয় না। ঘুম সব সময় ক্লান্তির ফল। ঘুমের কারণ ক্লান্তি। এখন কারণের পেছনে না ছুটে ফলাফলের দিকে ছুটলে হবে কি? বই পড়তে গেলে চোখ সবসময় বইয়ের পাতার দিকে নিবদ্ধ রাখতে হয়, এবং প্রতি মুহূর্তে চোখকে বাম থেকে ডান দিকে, আবার ডান থেকে বাম দিকে ঘোরাতে হয়। শুধু তা-ই না, চোখ যেসব দেখে, সেগুলোর মাধ্যমে মস্তিষ্ককে অর্থবোধক শব্দ, বাক্য ও অনুচ্ছেদও তৈরি করে নিতে হয়, এবং সেগুলো দ্বারা কী বোঝানো হচ্ছে, তা-ও অনুধাবন করতে হয়। আবার পাঠ্যপুস্তক পড়ার সময় বাড়তি চাপ হিসেবে যোগ হয় পঠিত বিষয়বস্তুকে ভবিষ্যতের জন্য মনে রাখার চ্যালেঞ্জ। এভাবে পড়ার সময় ক্রমাগত নাড়াচাড়ায় চোখের পেশি যেমন ক্লান্ত হয়ে পড়ে, তেমনই একসাথে অনেকগুলো কার্য সম্পাদন করতে গিয়ে মস্তিষ্কও ওঠে হাঁপিয়ে। তখন চোখ ও মস্তিষ্ক উভয়েরই বিশ্রামের প্রয়োজন পড়ে। আর ঘুমের চেয়ে শ্রেয়তর বিশ্রাম কী হতে পারে! তাই তো ধীরে ধীরে চোখের পাতা ভারি হয়ে আসে, এবং মস্তিষ্কে ঘুমের প্রয়োজনীয়তা উপলব্ধ হতে থাকে। পড়ার সময় অনেকেই নিজের জন্য একটি আরামদায়ক অবস্থা তৈরি করে নিতে চায়। অনেকেই হয়তো শুয়ে শুয়ে পড়ে, আবার অনেকে বিশ্রামের ভঙ্গিতে শরীর এলিয়ে দিয়ে পড়ে। তাদের কাছে মনে হয় এভাবে পড়লে পড়া সহজ হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। শরীরকে যখন আরামদায়ক অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়া হয়, তখন মস্তিষ্ক ধরেই নেয় যে এখন সময় কেবল বিশ্রামের। অথচ তখন যদি পড়ার মতো মানসিক পরিশ্রমের একটি কাজ করতে যাওয়া হয়, তখন মস্তিষ্ক বিদ্রোহ করে বসে। ফলে প্রয়োজনের অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ঘুম ভাব অনুভূত হয়।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,447 users

Categories

...