99 views
in ইবাদত by

1 Answer

0 like 0 dislike
by

তারাবি নামাজ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু তারাবির নামাজ ২০ রাকাত। তবে শারীরিক কারণে বা অন্যান্য কারণে যদি কেউ ৮ রাকাত, ১২ রাকাত সালাত আদায় করে তাহলে সেটি আদায় করতে পারবে। কিন্তু ইসলামে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তারাবির নামাজ ২০ রাকাত পড়তে হবে।

তাছাড়া তারাবি নামাজের রাকাত নির্দিষ্ট করে দেয়া হয়নি। তবে হানাফি, শাফিয়ি এবং হাম্বলী ফিকহ অনুসারে তারাবি নামাজ ২০ রাকাত। অন্যদিকে মালিকি ফিকহ অনুযায়ী তারাবি নামাজ ৩৬ রাকাত এবং আহলে হাদিসরা অনুযায়ী তারাবি নামাজ ৮ রাকাত।

তবে সবচেয়ে বেশি প্রচলিত তারাবি নামাজের রাকাত হচ্ছে ২০ রাকাত। আমাদের মুসলিমদের উচিত পরিমাণের উপর নজর না দিয়ে স্বভাব এর উপর নজর দেয়া। যে এবাদাত করলে সওয়াব বেশি হবে ঠিক এবাদাত করা।

আমরা সকলেই জানি যে রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। তাই এই মাসে তারাবি নামাজের কত রাকাত তা নিয়ে বিতর্কে না গিয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী হওয়া।

20,792 questions

22,887 answers

675 comments

1,448 users

Categories

...