70 views
in ফিন্যান্স by

2 Answers

0 like 0 dislike
by

এফিলিয়েট মার্কেটিং/Affiliate Marketing হল কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের কোন প্রোডাক্ট/ Product অথবা কোন সেবা বিক্রি করে দেয়া, এবং প্রতিটি বিক্রয়ে/Sale এর বিপরীতে বিক্রয়ের মূল্যের ওপর % হারে কমিশন নেয়া।

অর্থাৎ আপনি যদি কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের কোনো পণ্য বা সেবা বিক্রয়ে/Sale করে দেন, সে কোম্পানির বিক্রয়ের উপর 2% থেকে 70% পর্যন্ত কমিশন দেবে।

আমি আরো সহজ করে বলছি, মনে করুন আপনি amazon.com থেকে  অ্যাফিলিয়েট একাউন্ট করে সেখান থেকে আপনি একটি মোটরসাইকেল বিক্রয়ে/Sale করলেন। যদি মোটরসাইকেলের মূল্য 200000/- টাকা হয়, এবং আপনি যদি 5% কমিশন পান তাহলে আপনার আয় হবে। 200000*5% = 10000/- টাকা।

0 like 0 dislike
by
এফিলিয়েট মার্কেটিং বলতে বোঝানো হচ্ছে, কোন কোম্পানির প্রোডাক্ট সেল বা বিক্রি করে দেওয়া। এক্ষেত্রে প্রতিটি প্রোডাক্ট সেলের জন্য আপনি পার্সেন্ট হারে কমিশন পাবেন। এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থাকতে হবে। এবং সেখানে ভালো পরিমাণে ট্রাফিক থাকতে হবে। আপনি এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এফিলিয়েট মার্কেটিং করার জন্য।

20,792 questions

22,887 answers

675 comments

1,447 users

Categories

...