120 views
in প্রোগ্রামিং by

3 Answers

1 like 0 dislike
by
কিভাবে আমি একটি Facebook অ্যাকাউন্ট তৈরি করব?

মনে রাখবেনঃ একটি Facebook অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার বয়স অবশ্যই 13 বছর হতে হবে৷

একটি Facebook অ্যাকাউন্ট তৈরি করতেঃ 1. facebook.com/reg-এ যান। 2. আপনার প্রতিদিনের জীবনে যে নামটি ব্যবহার করেন সেটি লিখুন৷ 3. আপনার ইমেইল বা মোবাইল ফোন নম্বর লিখুন৷ 4. আপনার লিঙ্গ এবং জন্ম তারিখ নির্বাচন করুন এবং একটি পাসওয়ার্ড বেছে নিন৷ 5. সাইন অ্যাপ এ ট্যাপ করুন৷ 6. আপনার অ্যাকাউন্ট তৈরি করা সমাপ্ত করতে, আপনাকে আপনার ইমেইল বা মোবাইল ফোন নম্বর নিশ্চিতকরতে হবে। যদি আপনার লগ ইন করতে সমস্যা হয়: *. আপনার যদি আপনার পাসওয়ার্ডের সাথে কোনো সমস্যা হয় তাহলে, কীভাবে আপনার পাসওয়ার্ড রিসেট করবেন সেইসেই বিষয়ে জানুন৷ *. আপনি যদি এখনও লগ ইন না করতে পারেন তাহলে এর পর কী করতে হবে তা খুঁজুন৷
1 like 0 dislike
by
Mobile থেকে Facebook id kholar পদ্ধতি গুলো নিম্মে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। Step 1. সবার আগে আপনার মোবাইলে install যেকোনো browser ওপেন করে facebook.com লিখে search করুন। Step 2. Search করার পরে আপনি ফেসবুকের লগ ইন পেজ এ চলে আসবে নিচে দেওয়া Screen shot এর মতো। সেখানে Create New Account এ click করুন। যদি ইংরেজিতে সমস্যা হয় তবে নিচে ক্লিক করে বাংলা ভাষা পছন্দ করতে পারবেন। Step 3. Create New Account এ click করার পরে আপনার সামনে একটা নতুন পেজ খুলবে সেখানে নিজের Name (নাম) এবং Surname (পদবি) দিয়ে Next button এ Click করুন।নিচে দেওয়া Screen shot এর মতো। Step 4. Next button এ click করার পরে Date of Birth এর page খুলবে, সেখানে নিজের Date of Birth দিয়ে Next এ ক্লিক করুন। Step 5. Next এ Click করার পরে আপনার সামনে আরও একটা নতুন পেজ open হবে। নিচে দেওয়া Photo এর মতো। যদি আপনি মোবাইল নম্বর দিয়ে FB id open করতে চান তবে মোবাইল নম্বর দিয়ে next এ click korun। আর যদি ইমেইল আইডি দিয়ে FB account খুলতে চান, তবে একেবারে নিচের দিকে “Sign up Using email address” এ click করে ইমেইল আইডি দিয়ে Next button এ Click করুন। Step 6. Next এ ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে সেখানে আপনাকে Gender select করতে হবে। চছেলে হলে Male, মেয়ে হলে Female এবং যদি আপনি আপনার Gender বলতে না চান তাহলে Custom button এ click করে Next এ Click করুন। Step 7. তারপর যে পেজ টি ওপেন হবে সেখানে আপনার Facebook id এর পাসওয়ার্ড দিতে হবে কম করে ৬ টি। অবশ্যই Strong password দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ড দিয়ে sign up button এ ক্লিক করবেন। Step 8. Sign Up এ ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে সেখানে আপনার mobile নাম্বার অথবা ইমেইল আইডি তে একটি Verification code আসবে সেই Verification Code দিয়ে Next button এ Click করুন। Next button এ click করলেই আপনার ফেসবুক আইডি Create হয়ে যাবে এবং আপনাকে Profile photo add করতে বলবে। আশা করি আপনি জানতে পেরেছেন mobile দিয়ে ফেসবুক চালু করার নিয়ম।
0 like 0 dislike
by
ফেসবুকে গিয়ে Creat New Account এ ক্লিক করেন।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,447 users

Categories

...