130 views
in ওয়েব ডেভেলপ by
ওয়ার্ডপ্রেস সাইটের সাইট ম্যাপ ও ব্যাক লিংক তৈরি করবো কীভাবে এডমিন ভাই যদি পারেন স্কিন সট বা লেখে A-z কেউ বুজিয়ে দিন
by
ধন্যবাদ ভাই

1 Answer

1 like 0 dislike
by

ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ প্রায় সব ধরনের সহায়তা বা কাজকে সহজ করে দিয়েছে।সাইট ম্যাপ তৈরি করতে কোনো ঝামেলা নেই।শুধু wp sitemap plugin লিখে সার্চ করুন।আর যেটা পছন্দ সেটাই ডাউনলোড করে ইন্সটল করুন।তারপরের কাজ আপনি করতে পারবেন, আর কিছু বোঝাতে হবে না মনে হয়।

এখন আসি ব্যাকলিংক নিয়ে।

ব্যাকলিংক হচ্ছে আপনার সাইটের লিংক অন্য কোনো সাইটে থাকা।

যেমনঃ এই প্রশ্নে বা উত্তরে আমার সাইটের লিংক দিলাম https://ansbd.club

এখন এই লিংটা যদি আন্সবিডির না হয়ে আপনার সাইটের লিংক হতো তাহলে একটা ব্যাকলিংক তৈরি হয়ে যেতো আপনার।

আবার, ফেসবুকে আপনার সাইটের লিংক বা একটা পোস্টের লিংক শেয়ার করলেন, বা কমেন্টে শেয়ার করলেন, সেখানেও একটা ব্যাকলিংক তৈরি হয়ে যাবে।এখাবে যতগুলো সাইটে আপনার সাইটের লিংক থাকবে ততোগুলোই ব্যাকলিংক তৈরি হবে।

গুগলে সাইট র্যাংকিংয়ের জন্য ব্যাকলিংক বড় একটা ভুমিকা রাখে।তাই সাইটের এসইও এর জন্য সবারই ব্যাকলিংক দরকার।আশা করি বোঝাতে পেরেছি।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,448 users

Categories

...