221 views
in গল্পসমূহ by

1 Answer

0 like 0 dislike
by
-কি করো টুনটুনি (আমি) -এইতো,,তোমার কথা ভাবছি বাবুই(মালিহা) -আমার কথা!!!! কি ভাবছো?? -ভাবছিলাম জীবনে আমি প্রেম টেম করবোনা। কিন্তু তোমার মতো একটা ফাজিল ছেলে,, আমাকে তোমার প্রেমে এভাবে ডুবাবে,সেটা কখন ভাবিনী। -এই ফাজিল ছেলেটা তোমার জীবনে না আসলে,,তুমিতো প্রেমের আসল মজাটাই বুঝতেনা। -হ্যাঁ,,,,,,এখনতো খুবি বুঝতেছি প্রেম করার আসল মজাটা কি! (মুখটা ভেঙিয়ে) -আরো বুঝবা,,,,এই তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। চলোনা কালকে আমরা দেখা করি? -কালকে!!!!!! কোথায়?? -পার্কে -পার্কে!!?? উমমমমমম,, অকে বাবুই। . একি!! ভাবছিলাম দেখা করতে রাজি হবেনা। কিন্তু এ তো একবার বলতেই রাজি হয়েগেছে। তারমানে ম্যাডাম প্রেমের আসল মজাটা বুঝতে পেরেছে। -কালকে আসার সময় একটা কালো শাড়ি পড়ে এসো। -আমিতো ঠিক করে শাড়ি পড়তে পারিনা। -কোনোভাবে পড়ে এসো। আর না পারলে হাতে করে নিয়ে এসো। আমি পড়িয়ে দিবো,,,হাহাহা। -কি!!! বিয়ের আগেই এতোকিছু,,ফাজিল ছেলে। -ফাজিল ছেলে নাকি ভালো ছেলে সেটা বিয়ের পরেই বুঝিয়ে দিবো। কালকে ঠিক ১০টায় চলে এসো। . পরেরদিন..... . আমি মালিহার পছন্দের একটা নীল শার্ট পড়ে পার্কে বসে আছি। চারদিকে তাকাতেই দেখি জোড়ায় জোড়ায় বসে আছে (কেউ কারো কাধে মাথা রেখে,,কেউ বুকে মাথা রেখে,,আবার কেউ কেউ ঝোপেড় আড়ালে কি যেন করতেছে)আমি আমার জোড়া পূরন করার অপেক্ষায় আছি। কিন্তু কিছুতেই মেয়েটির আসার নাম গন্ধ নাই। . অনেক্ষন পরে ম্যাডাম এসে উদয় হলো। আমার কাছে না এসে একটু দূরেই দাড়িয়ে গেল। ওয়াও!! ওকে আজ দেখতে অনেক সুইট লাগছে। আমার পছন্দের কালো শাড়ি পড়ে এসেছে। মাথার চুলগুলো খোলা থাকার কারনে,,হালকা মৃদু বাতাসে চুলগুলো ওর মুখে এসে পড়লো। মালিহা নিজের হাতেই মুখ থেকে চুলগুলো সরিয়ে আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলো। আমিও তার হাসির প্রতিউত্তরে একটা ছাগলের মতো হাসি দিলাম। .. -এ্যাই,,,তোমাকে না আজ খুব সুন্দর লাগছে।(আমি) -আমি এমনিতেই খুব সুন্দর। (মালিহা) -হুমম,,,তা ঠিক। কিন্তু এই শাড়িটা তোমার সৌন্দর্য দিগুণ করে দিয়েছে। -হিহিহি.... ***রোমান্টিক প্রেম*** **১ম পর্ব** লেখক: মাহবুব এলাহি যারা ২য় এবং শেষ পর্ব পড়তে চান তারা নিচের লিংকে গিয়ে পড়তে পারেন।। http://ansbd.club/4725/রোমান্টিক-প্রেম-গল্পের-দ্বিতীয়-পর্ব-পড়ুন

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,447 users

Categories

...