22 views
in কৃষি ও বনজ by
ক্যানিং পদ্ধতি কী, এটি কে আবিষ্কার করেন?

1 Answer

0 like 0 dislike
by
ক্যানিং বা কৌটাজাতকরণ হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণের একটি আধুনিক ও উন্নত ধরনের পদ্ধতি। এই পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে বায়ুরোধী অবস্থায় বা আগুনে শোধিত করে সাধারণত প্রিজারভেটিভ যোগ করে কৌটার মধ্যে রেখে সংরক্ষণ করা হয়, যেন এর খাদ্যমান ও স্বাদ অক্ষুণ্ন থাকে। এভাবে খাদ্যদ্রব্যকে বহুদিন পর্যন্ত ভালো রাখা যায়। এ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন দূর করে খাদ্যকে জারণের হাত থেকে রক্ষা করা যায়। এছাড়াও এনজাইম বিনষ্ট এবং অনাকাঙ্খিত ব্যকটেরিয়া ধ্বংসের জন্যেও এই পদ্ধতি অত্যন্ত কার্যকর। এই পদ্ধতিতে মাছ, মাংস, ফল, সবজি এমনকি দুধও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই পদ্ধতি ব্লাঞ্চিং, একজস্টিং, সিলিং, স্টেরিলাইজিং সহ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। সুইডিস রসায়নবিদ ১৭৮১ সালে সর্ব প্রথম ভিনেগার কৌটাজাতকরণ করেন। ১৮১০ সালে ফ্রান্সের নিকোলাস অ্যাপার্ট কৌটাজাতকরণের তথা ক্যানিংয়ের আধুনিক পদ্ধতি আবিষ্কার করেন।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,448 users

Categories

...