21 views
in ধর্ম ও নৈতিক শিক্ষা by
কোন্ কোন্ অবস্থায় রোজার কাজা ও কাফফারা দুটোই ওয়াজিব হয়?

1 Answer

0 like 0 dislike
by
সর্বোত্তম উত্তর যেসব কাজ দ্বারা রোজার শুধু কাজা ওয়াজিব হয়ঃ- (১) কেউ রোজাদারের মুখে জোর-জবরদস্তি করে কোনো কিছু ঢুকিয়ে দিল এবং তা গলার ভিতরে চলে গেল, (২) রোজার কথা স্মরণ ছিল অথচ কুলি করার সময় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে পনি ঢুকে গেল, (৩) বমি এলো এবং ইচ্ছাকৃতভাবে তা গলার ভেতরে ফিরিয়ে নিল, (৪) ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে ফেলল, (৫) কঙ্কর, পাথরখণ্ড, কোনো বীচি, মাটি কিংবা কাগজের টুকরা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলল, (৬) দাঁতে লেগে থাকা বস্তু জিহ্বার দ্বারা বের করে গিলে ফেলল, যখন সেটা বুটের দানার পরিমাণ অথবা তার চেয়ে বড় হয়। আর যদি মুখের থেকে বের করে পুনারায় গিলে ফেলে, তখন সেটি একটি (চানা) বুটের সমান বা তার চেয়ে ছোট বা কম হলেও রোজা ভেঙ্গে যাবে, (৭) কানের ভিতরে তেল দেওয়া, (৮) নস্যি নেওয়া, (৯) দাঁত থেকে বেরিয়ে আসা রক্ত গিলে ফেলা, যখন থুথুর থেকে রক্তের পরিমাণ বেশী হয়, (১০) ভুলবশত কোনো কিছু পানাহার করার পর রোজা ভঙ্গ হয়েছে মনে করে পুনরায় ইচ্ছাকৃতভাবে পানাহার করে ফেলল, (অথচ ভুলবশত কোনকিছু পানাহার করে ফেললে রোজা ভঙ্গ হয় না, এমনকি রোজা মাকরূহও হয় না।) (১১) সুবহে সাদিক হয় নি ভেবে সাহরী খাবার পর জানতে পারল যে, সুবহে সাদিক হয়ে গিয়েছিল, (১২) রমজান শরীফের রোজা ছাড়া অন্যান্য দিনের কোনো রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙ্গে ফেলল, (১৩) মেঘ বা কুয়াশার দরুন সূর্য অস্ত হয়ে গেছে মনে করে ইফতার করে ফেলল অথচ তখনো দিন বাকি ছিল। এসব অবস্থায় তথা এসব বিষয়ের মধ্য হতে যে কোনো বিষয় ঘটে গেলে শুধু ওই সকল রোজার কাজা আদায় করতে হবে।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,448 users

Categories

...