22 views
in সাধারণ জ্ঞান by
ত্বাগুত কাকে বলে? ত্বাগুত কত প্রকার ও কী কী?

1 Answer

0 like 0 dislike
by
 
Best answer
ত্বাগুতের আভিধানিক অর্থ হল, সীমালঙ্ঘণকারী। হক থেকে বিচ্যুত হয়ে বাতিলের দিকে ধাবিত।ঈমান থেকে বের হয়ে কুফরীর দিকে ধাবমানকে ত্বাগুত বলা হয়।
ত্বাগুত অনেক ধরণের হতে পারে। তবে ৫ প্রকার প্রসিদ্ধ। যথা-
১ ~ ইবলিশ। সেই সমস্ত ত্বাগুতের মূল। মানুষকে পথভ্রষ্টতার দিকে, কুফরী, নাস্তিকতা এবং জাহান্নামের দিকে আহবান করে।
২ ~ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতে সন্তুষ্ট থাকা।কেননা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতে সন্তুষ্ট থাকে সেও ত্বাগুত।
৩ ~ যে ব্যক্তি কোন ইলমে গায়েবের দাবী করে।সুতরাং যে ব্যক্তি ইলমে গায়েবের দাবী কের সেই ত্বাগুত। যেমন গণক। কারণ গায়েবের বিষয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে সক্ষম নয়।
৪ ~ যারা মানুষকে তার নিজের ইবাদত করার আহবান করে।নিজেকে মানুষের উপকার ও অপকার এবং আখেরাতে মুক্তি ও শাস্তি প্রদানের মালিক মনে করে। এসব ভণ্ড ব্যক্তিরাও ত্বাগুতের অন্তর্ভূক্ত।
৫ ~ যারা আল্লাহর কুরআনের বিধানাবলীর উল্টো জমিনে ফায়সালা করে তারাও ত্বাগুতের অন্তর্ভূক্ত।

যারা আল্লাহর বিধানের বিপরীত মানবরচিত বিধানকে আল্লাহর বিধানের সমপর্যায়ের মনে করে, কিংবা মানুষের জন্য মানবরচিত বিধানকে অধিক উপকারী মনে করে, কিংবা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানবরচিত বিধানকে মৌলিক মানদণ্ড মনে করে এরা সবাই ত্বাগুত।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,448 users

Categories

...