251 views
in খেলাধুলা by

1 Answer

0 like 0 dislike
by

যারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য এটি হচ্ছে আদর্শ জায়গা। বিকেএসপি ভর্তি প্রক্রিয়া: বয়স - ( ১২-১৩ ) ন্যূনতম উচ্চতা - ছেলে ৫’-১১” - মেয়ে ৪’-১০” ভর্তির শ্রেণী - ৭ম ১০ থেকে ১৫ বছর বয়সের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পড়ার সুযোগ রয়েছে এখানে। এসব একাডেমিতে বছরের যেকোন সময়ই শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। একবার ভর্তি হলে প্রতি বছর নতুন করে ভর্তি হতে হয় না। অধিকাংশ প্রতিষ্ঠানে ভর্তির জন্য ৮০০ টাকা থেকে ১০০০ টাকা ফি নেয়া হয় এবং মাসিক বেতন নেয়া হয় ৪০০ থেকে ৫০০ টাকা। সাধারণত ৬ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোরেরা এসব প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে। ২..আবাহনী ক্রিকেট একাডেমিঃ প্রতি মাসে ১ হাজার টাকা বেতন দিতে হয়। খেলার সরঞ্জাম নিজেকে দিতে হয়। ৩..কলাবাগান ক্রিকেট একাডেমিঃ ভর্তির সময় ১ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হয়। এবং প্রতি মাসে ৬০০ টাকা বেতন দিতে হয়। ভর্তি যোগ্যতা: প্রার্থীর বয়স ৬-২৫ বছরের মধ্যে হতে হয়। ফোন- ০১৭১৬২৭৮৭৩৬, প্র্যাকটিস: সপ্তাহে ৪ দিন | ৪..লালমাটিয়া ক্রিকেট একাডেমিঃ এখানে ভর্তি বাবদ ১ হাজার টাকা এবং প্রতি মাসে ৫০০ টাকা ক্লাব কর্তৃপক্ষকে দিতে হয়। ৫..শীতলক্ষ্যা ক্রিকেট একডেমি নারায়ণগঞ্জঃ এখানে শুধু ৬০০ টাকা দিয়ে ভর্তি হতে হয়। এদের মাসিক কোন টাকা দেয়া লাগে না। তবে বল কেনার জন্য ২৫০ টাকা দিতে হয়। ধানমন্ডি ক্রিকেট একাডেমি ধানমন্ডি ৪ নম্বর মাঠ ফোন- ০১৭১৮৪৮৩৩৯৮। পল্লীমা ক্রিকেট একাডেমি মালিবাগ, চৌধুরীপাড়া ফোন- ০১৭১১৩১৭৮৪১। অংকুর ক্রিকেট একাডেমি আবাহনী মাঠ ফোন- ০১৮১৯২১৯৮৪২।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,448 users

Categories

...