77 views
in সাধারণ জ্ঞান by

1 Answer

0 like 0 dislike
by

পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটি? অনেকেই হয়ত চোখ বুজে বলে দেবে নীল তিমির নাম৷ কারণ এটি দেখতে হুবহু মাছের মত আবার থাকেও পানিতে৷ নীল তিমি যে পৃথিবীর এখনকার জীবনত্ম প্রানীদের মথ্যে সবচেয়ে বড়, নিসন্দেহে তা বলা যায়৷ কিন্তু মাছের মধ্যে সবচেয়ে বড় নয়৷ কারন নীল তিমি মাছই নয়৷ এটা সামুদ্রিক সত্মন্যপায়ী প্রানী৷ তবে পৃথিবীর সবচেয়ে বড় মাছ কিন্তু নীল তিমির কাছাকাছি একটি প্রানী৷ মাছটি হলো হোয়েল শার্ক৷ বাস্কিং শার্ককেও বড় মাছ হিসেবে ধরা হয়ে থাকে৷ হাঙ্গর জাতীয় এ দুটো মাছই লম্বায় ১৫ থেকে ১৮ মিটার পর্যনত্ম হয়৷ হাঙ্গরের মানুষখেকো স্বভাব থেকে অনেকেরই এ ধারনা হওয়াটা স্বাভাবিক যে, হোয়েল শার্ক বুঝি এক লহমায় কোন মানুষকে গলধকরন করতে পারে৷ কিন্তু বাসত্মবে তা নয়৷ চাইলেও তা সম্ভব নয়৷ কারন এদের দাঁত বেশ ছোট এবং কণ্ঠনালী খুবই সরম্ন৷ একেকটি দাঁত মাত্র ৩ মিলিমিটিার করে লম্বা এবং গলার ব্যাস মাত্র ১০ সেন্টিমিটার৷ তাই সারডিন এবং স্কুইড জাতীয় ছোট ছোট সামুদ্রিক প্রানী খেয়েই জীবনধারন করতে হয়৷ এখন যদি লোনা পানির মাছ এবং স্বাদু পানির মাছকে আলাদাভাবে চিহ্নিত করা হয়, তাহলে স্বাদু পানির মাছের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অ্যারা পেইমা বা পিরারম্নকা৷ 

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,448 users

Categories

...