1 Answer

2 like 0 dislike
by
 
Best answer
আমরা স্বপ্ন দেখি কেন, অন্ধ মানুষ স্বপ্ন দেখে কিনা ইত্যাদি বিভিন্ন তথ্য। স্বপ্ন হল একটি বিশেষ জটিল মানসিক অবস্থা। আমাদের ঘুমের প্রাথমিক অবস্থায়, যখন দ্রুত চোখ নড়াচড়া করে (Rapid Eye Movement বা REM SLEEP) তখন বতর্মান, নিকট ও দূরের অতীতে ঘটে যাওয়া বা ঘটার সম্ভবনা ছিল – এমন বিভিন্ন কাল্পনিক টুকরো ঘটনা অবচেতনভাবে অনুভব করতে থাকি। এগুলোই স্বপ্ন। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়। স্বপ্নের বেশ কিছু আধুনিক তত্ত্বে বিশেষজ্ঞরা স্বপ্নের কারণ ও বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন। নিউরো বায়োলজিক্যাল তত্ত্ব অনুযায়ী স্বপ্ন আলাদা কিছু নয়, এটা মস্তিষ্কের একরকমের বৈদ্যুতিন সংকেত যা স্মৃতি থেকে এলোমেলো ভাবে টুকরো কিছু ছবি ও চিন্তাকে নিয়ে তৈরি। মানুষ ঘুম ভাঙার পর এই টুকরো ছবি ও চিন্তা নিয়ে অর্থপূর্ণ গল্প তৈরি করেন। বিজ্ঞানীরা আরও গবেষণা করে দেখেছেন মানুষ ছাড়াও আরও অনেক স্তন্যপায়ী প্রাণী স্বপ্ন দেখে। স্বপ্ন জন্মান্ধ মানুষরাও দেখেন কিন্তু সেই স্বপ্নে কোনো ছবি থাকে না। শুধু শব্দ, গন্ধ ও স্পর্শের অনুভূতি থাকে। দুর্ঘটনাজনিত কারণে যাঁরা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাঁদের বয়স বেড়ে গেলেও প্রিয়জনদের স্বপ্নে সেই আগের অবস্থাতেই দেখেন অর্থাৎ তাঁর স্মৃতিতে যে ছবি ধরা আছে তাই বারবার ফিরে আসে ।

Related questions

20,792 questions

22,887 answers

675 comments

1,447 users

Categories

...